সাতসকালে ভয়ানক কাণ্ড উত্তর চব্বিশ পরগনার বনগাঁয়। রাস্তার পাশে শৌচাগারের মধ্যে লুকনো ছিল বোমা! আর সেই বোমা ফেটে মৃত্যু হল এক নাবালকের। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা যাচ্ছে, সোমবার সকালে বনগাঁর ২২ নম্বর ওয়ার্ডের বক্সিপল্লি এলকায় ঘটনাটি ঘটে। নিহত নাবালকের নাম রাজু রায়। স্থানীয় একটি সাইকেলের দোকানে কাজ করত সে। এদিন সকালে শৌচাগারে যাওয়ার পরেই তীব্র বিস্ফোরণের শব্দ শুনতে পান এলাকার বাসিন্দারা। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই নাবালকের। কে বা কারা ওই শৌচাগারে বোমা মজুত করে রেখেছিল, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।