সম্প্রতি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। আর সেই তালিকায় সকলকে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে গেল রাজ্যের অন্যতম এলিট উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়। সারাবছরই ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন প্রতিবাদ-প্রতিরোধে মুখর থাকে যাদবপুর। ফলে সাধারণ জনমানসের একাংশের কাছে যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেক ক্ষেত্রেই বিরূপ মনোভাব তৈরি হয়েছে। মেধা ও উৎকর্ষতার মাপকাঠিতে তৈরি হওয়া জাতীয় র্যাঙ্কিংয়ের মাধ্যমে সেই নেতিবাচক মিথ কার্যত ভেঙে গুঁড়িয়ে দিল যাদবপুর।
কেন্দ্রীয় তথ্য অনুযায়ী, গোটা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৪ নম্বরে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এখান ইঞ্জিনিয়ারিং বিভাগ গোটা দেশের মধ্যে দশম স্থান অধিকার করেছে। দেশের সাধারণ কলেজগুলোর মধ্যে ১৩ নম্বর স্থানে রয়েছে যাদবপুর। বিভিন্ন বিষয়ে গবেষণামূলক সাফল্যের দিক থেকে ১৯ তম স্থান অর্জন করেছে এই বিশ্ববিদ্যালয়। গোটা দেশের মধ্যে ১৮ তম স্থান অধিকার করেছে এই বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগ।
অন্যদিকে, জাতীয় র্যাঙ্কিংয়ে দেশের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় অর্জন করেছে ১২ তম স্থান। তবে সর্বভারতীয় সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের স্থান ২৩ তম। তবে দেশের প্রথম ৫টি কলেজের মধ্যে স্থান করে নিয়েছে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। এছাড়াও, আইআইটি খড়গপুর গোটা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সপ্তম স্থান অর্জন করেছে।