কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক! আর তার জেরে দীর্ঘক্ষণ ধরে ব্যাহত পরিষেবা। জানা যাচ্ছে, মঙ্গলবার ভোর রাতে লন্ডনগামী কাতার এয়ারওয়েজের একটি বিমানে বিস্ফোরক রয়েছে বলে দাবি করেন এক যাত্রী। দ্রুত বিমান থেকে সমস্ত যাত্রীদের নামিয়ে শুরু হয় তল্লাশি।
যদিও শেষপর্যন্ত ওই বিমান থেকে সন্দেহজনক কোনও বস্তু উদ্ধার হয়নি। পরে নিজের গন্তব্যের উদ্দেশ্য রওনা দেয় বিমানটি। যেই যুবক ওই বিস্ফোরক থাকার দাবি করেছিলেন, তাকে আটক করেছে সিআইএসএফ। যদিও আটক হওয়া ব্রিটিশ যুবকের বাবার দাবি, তাঁর ছেলে বিরল মানসিক রোগে আক্রান্ত। তাই হয়’তো এই ধরনের কথা সে বলে ফেলেছে।