Sambad Samakal

School Fee: শিক্ষা পণ্য নয়! বেসরকারি স্কুলের লাগামহীন ফি বৃদ্ধি নিয়ে কী অবস্থান হাইকোর্টের?

Jun 6, 2023 @ 6:07 pm
School Fee: শিক্ষা পণ্য নয়! বেসরকারি স্কুলের লাগামহীন ফি বৃদ্ধি নিয়ে কী অবস্থান হাইকোর্টের?

বেসরকারি স্কুলের লাগামহীন ফি বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার শুনানিতে এই বিষয়ে কড়া অবস্থান নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু।

নিজের পর্যবেক্ষণে বিচারপতি বসু বলেন, শিক্ষা কোনও বিক্রিযোগ্য পণ্য নয়। তাই বেসরকারি স্কুলগুলো নিজেদের ইচ্ছেমত দামে শিক্ষা বিক্রি করতে পারেনা। ২০১২ সালের আইন অনুযায়ী, ফি নির্ধারণের ক্ষেত্রে রাজ্য সরকারের সম্মতি প্রয়োজন। বেসরকারি স্কুলগুলোর ওপরে রাজ্য সরকারের কোনও নিয়ন্ত্রণ কেন থাকবে না, সেই বিষয়েও প্রশ্ন তোলেন বিচারপতি বসু।

জানা যাচ্ছে, এই বিষয়ে রাজ্য সরকারকে নিজেদের অবস্থান জানানোর জন্য দু’সপ্তাহের সময় দিয়েছে আদালত। ২১ জুন মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। ওই দিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে হাজির থাকার নির্দেশও দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে।

Related Articles