Sambad Samakal

Wrestlers Protest: মিলবে সমাধান সূত্র! কুস্তিগিরদের সমস্যা সমাধানে কী উদ্যোগ কেন্দ্রীয় মন্ত্রীর?

Jun 7, 2023 @ 10:21 am
Wrestlers Protest: মিলবে সমাধান সূত্র! কুস্তিগিরদের সমস্যা সমাধানে কী উদ্যোগ কেন্দ্রীয় মন্ত্রীর?

কুস্তি ফেডারেশনের সভাপতি ও বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে লাগাতার আন্দোলন চালাচ্ছেন কুস্তিগিররা। সাক্ষী মালিক, ভিনেশ ফোগট, বজরং পুনিয়াদের আন্দোলন নড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এই পরিস্থিতিতে সমাধান সূত্র খুঁজতে উদ্যোগ নিলেন কেন্দ্রীয় ক্রিড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

টুইট করে কেন্দ্রীয় মন্ত্রী আন্দোলনকারী কুস্তিগিরদের আলোচনায় বসার জন্য আহ্বান জানিয়েছেন। তবে কবে সেই বৈঠক হবে, তা এখনও স্পষ্ট নয়। যদিও আন্দোলনকারী কুস্তিগিরদের পক্ষ থেকে সাক্ষী মালিক জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেফতার করা হচ্ছে, ততক্ষণ এই আন্দোলন চলবে।

Related Articles