Sambad Samakal

Damayanti Sen: ফের বদলি! কলকাতা পুলিশ থেকে কোথায় সরলেন আইপিএস দময়ন্তী সেন?

Jun 7, 2023 @ 11:16 am
Damayanti Sen: ফের বদলি! কলকাতা পুলিশ থেকে কোথায় সরলেন আইপিএস দময়ন্তী সেন?

ফের বদলি করা হল রাজ্যের আইপিএস অফিসার দময়ন্তী সেনকে! জানা যাচ্ছে, কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার ২-এর পদ থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে। রাজ্য পুলিশের এডিজি ট্রেনিং পদে বদলি করা হয়েছে দময়ন্তী সেনকে।

রাজ্য পুলিশের দাবি, এটি একটি রুটিন বদলি। প্রসঙ্গত, বেশ কিছু দিন আগেই আইপিএস দময়ন্তী সেনের নেতৃত্বে একাধিক ধর্ষণ কাণ্ডের তদন্ত কমিটি তৈরি করেছিল কলকাতা হাইকোর্ট।

Related Articles