লাগাতার অশান্তির আগুনে জ্বলছে উত্তর-পূর্বের রাজ্য মণিপুর। এবার সেই আঁচ এসে লাগল দেশের রাজধানী দিল্লিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনের সামনে বিক্ষোভে সামিল হলেন কুকি সম্প্রদায়ভুক্ত ব্যক্তির। নিরাপত্তার কড়া বেষ্টনী এড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির একদম দোরগোড়ায় উপস্থিত হয়ে যান বিক্ষোভকারীরা।
জানা যাচ্ছে, আন্দোলনকারী কুকি গোষ্ঠীর ব্যক্তিদের মধ্যে থেকে তিন জনকে বাসভবনের ভেতরে ডেকে নেন অমিত শাহ। বাকিদের যন্তরমন্তরে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মণিপুরের পরিস্থিতি নিয়ে নিজেদের অভিযোগ জানাচ্ছেন কুকিরা। প্রসঙ্গত, কুকি ও মেইতেই উপজাতির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রায় প্রতিদিনই রক্তপাত হচ্ছে মণিপুরে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কী ব্যবস্থা নেন, সেই দিকেই নজর রয়েছে সকলের।