রাজ্যের নতুন নির্বাচন কমিশনারের নামে সবুজ সঙ্কেত দিল রাজভবন। জানা যাচ্ছে, নবান্নের প্রস্তাব অনুযায়ী, প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহাকেই নতুন নির্বাচন কমিশনারের পদে বসাল রাজভবন। ইতিমধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোস এই বিষয়ে নিজের সিদ্ধান্ত রাজ্যকে জানিয়ে দিয়েছেন।
প্রসঙ্গত, বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে ইতিমধ্যেই কার্যকাল শেষ হয়েছে সৌরভ দাসের। তারপরে কে ওই পদে বসবেন, সেই নিয়ে টানাপোড়েন চলছিল নবান্ন ও রাজভবনের মধ্যে। অবশেষে রাজ্যের সুপারিশ অনুযায়ী, রাজীব সিনহাকেই নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করল রাজভবন।