তীব্র অস্বস্তিকর গরমের জেরে কার্যত প্রাণ ওষ্ঠাগত আম জনতার। কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কয়েক দিন ধরেই তাপপ্রবাহের পরিস্থিতি চলছে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, রবিবারের পরে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কেরলের বর্ষার প্রভাবে বাংলাতেও বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টিপাত হতে পারে। তবে তার আগে গরমের জেরে কার্যত চরমে উঠবে অস্বস্তি। বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প থাকায় গলদঘর্ম পরিস্থিতি তৈরি হচ্ছে।
শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯০ শতাংশ।