জুলাই মাসেই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন! জানা যাচ্ছে, বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে রাজ্য নির্বাচন কমিশন। নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই দ্রুত নির্বাচন করাতে চান রাজীব সিনহা, এমনটাই খবর সূত্রের।
জানা যাচ্ছে, প্রাথমিকভাবে জুলাই মাসের ৮ তারিখ নির্বাচন করানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে এক দিনে নাকি পৃথক দফায় নির্বাচন হবে, তা এখনও স্পষ্ট নয়। এদিন বিকেলের সাংবাদিক বৈঠকের পরেই ভোটের বিজ্ঞপ্তি জারি করতে পারে কমিশন।