রাজ্যে বেজে গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের দামামা। আর মনোনয়ন পেশ ঘিরে প্রথম দিন থেকেই শুরু হয়েছে অশান্তি। এই পরিস্থিতিতে অবাধ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন করতে দলীয় নেতা-কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শনিবার উত্তর চব্বিশ পরগনা জেলায় নবজোয়ার যাত্রা নিয়ে প্রবেশ করেছেন অভিষেক। এদিন তিনি বলেন, দলের তরফে সমস্ত নেতা-কর্মীদের কোন রকম অশান্তিতে জড়াতে না করা হচ্ছে। মনোনয়ন পেশ ঘিরে কোনও রকমের ঝামেলায় জড়াবেননা।
এরসঙ্গেই প্রশাসনের উদ্দেশ্যে তাঁর বার্তা, মনোনয়ন পর্ব শান্তিতে মেটাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেউ যদি মনোনয়ন পেশ করতে গিয়ে বাধা পান, তৃণমূলকে জানান। দলের তরফে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হবে।