খোলা বাজারে জরুরি ওষুধের দাম ইচ্ছেমতো বিভিন্ন কোম্পানি বাড়িয়ে নিচ্ছে, এমন অভিযোগ প্রায়শই ওঠে। এবার মোট ২৩টি জরুরি ওষুধের খুচরো বাজারে সর্বোচ্চ মূল্য নির্ধারন করে দিল কেন্দ্রীয় সংস্থা ন্যাশানাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি।
জানা যাচ্ছে, ডায়বেটিস-ব্লাড প্রেসারের ওষুধ মেটফর্মিন হাইড্রোক্লোরাইড ও গ্লিক্লাজাইড ইআর-এর একটি ট্যাবলেটের সর্বোচ্চ দাম নির্ধারিত হয়েছে ১০ টাকা ৩ পয়সা। কোনও কোম্পানি এর বেশি দাম নিতে পারবেনা। সিলনিডিপিন, ক্লোরথালিডনের সর্বোচ্চ দাম হতে পারে ১৩ টাকা ১৭ পয়সা। ব্যাথার ওষুধ ব্রোমেলেন, ট্রিপসিনের মতো ওষুধের দাম নির্ধারিত হয়েছে ২০ টাকা ৫১ পয়সা।