Sambad Samakal

Panchayet Election: পঞ্চায়েতের মনোনয়ন ঘিরে উত্তপ্ত ডোমকল, তৃণমূল নেতার কাছ থেকে অস্ত্র উদ্ধার

Jun 10, 2023 @ 3:25 pm
Panchayet Election: পঞ্চায়েতের মনোনয়ন ঘিরে উত্তপ্ত ডোমকল, তৃণমূল নেতার কাছ থেকে অস্ত্র উদ্ধার

পঞ্চায়েতের মনোনয়ন পেশকে কেন্দ্র করে দ্বিতীয় দিন শনিবার সকাল থেকেই উত্তপ্ত ডোমকল। শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া ও আক্রমণের অভিযোগ তুলেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে বিডিও অফিসের সামনে কোমরে আগ্নেয়াস্ত্র গুঁজে ঘোরার সময়ে পুলিশের হাতে গ্রেফতার হলেন খোদ তৃণমূলের অঞ্চল সভাপতি।

জানা যাচ্ছে, সারাংপুর অঞ্চলের তৃণমূল সভাপতি বাসির মোল্লার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। প্রকাশ্যে রাস্তায় আগ্নেয়াস্ত্র কোমরে গুঁজে ঘুরছিলেন ওই তৃণমূল নেতা। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে ডোমকল থানার পুলিশ। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে।

Related Articles