নবজোয়ার যাত্রা নিয়ে মতুয়াগড় ঠাকুরনগরে উপস্থিত হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সকাল থেকেই এই সফরের আগে উত্তপ্ত ছিল ঠাকুরবাড়ি। এরপরে বিকেলে সেই ঠাকুবাড়ি থেকেই বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক।
তিনি বলেন, “শান্তনু ঠাকুরের ক্ষমতা থাকলে এখানে আসুক। এসে বলুক ঠাকুরনগরে জল-কলের কোন কাজটা হয়নি৷ রেল স্টেশন থেকে ঠাকুরবাড়ির উন্নয়নের যাবতীয় কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তনু যাদের তল্পিবাহকতা করছেন, তারা কেউ এই সমস্ত কাজ করেনি।”
এরসঙ্গেই শান্তনুকে তোপ দেগে অভিষেক বলেন, “বড় মা বীণাপানি দেবী যখন অসুস্থ ছিলেন, তখন বিজেপির কোন নেতা খোঁজ নেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর চিকিৎসার সমস্ত ব্যবস্থা করেছিলেন।” প্রসঙ্গত এদিনই ঠাকুরবাড়ি চত্বরে নিজের অনুগামীদের নিয়ে পাল্টা সভা করেন শান্তনু ঠাকুরও।