Sambad Samakal

Panchayet Election: পঞ্চায়েত ভোটে সিভিক ভলান্টিয়ার নয়, কী অবস্থান হাইকোর্টের?

Jun 12, 2023 @ 5:42 pm
Panchayet Election: পঞ্চায়েত ভোটে সিভিক ভলান্টিয়ার নয়, কী অবস্থান হাইকোর্টের?

পঞ্চায়েত ভোটের দিনক্ষণ নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে। সোমবার সেই শুনানিতেই ভোটে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার প্রসঙ্গে কড়া অবস্থান নিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ।

এদিন হাইকোর্ট নিজের পর্যবেক্ষণে জানিয়ে দিয়েছে, পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় সিভিক ভলান্টিয়ারদের কোনওভাবেই ব্যবহার করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য পুলিশ প্রয়োজন মনে করলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারে। এছাড়াও পঞ্চায়েতের মনোনয়নের জন্য নির্দিষ্ট সময় বাড়ানোর জন্য রাজ্য নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।

Related Articles