রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পেশের সময়সীমা বাড়ছে! সোমবার হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে রিপোর্ট পেশ করে জানানো হয়েছে, মনোনয়নের সময়সীমা একদিন বাড়াতে তারা প্রস্তুত।
এদিন কমিশনের আইনজীবী হাইকোর্টে জানান, আদালত নির্দেশ দিলে ১৬ জুন পর্যন্ত মনোনয়নের সময়সীমা বাড়ানো যেতে পারে। কমিশনের যুক্তি, এর আগেও ৭ দিনের সময়সীমায় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব সম্পন্ন হয়েছে। সেক্ষেত্রে কোনও সমস্যা হয়নি। এখন দেখার শেষপর্যন্ত হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ এই বিষয়ে কী নির্দেশ দেয়।