নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছেন অয়ন শীল ও সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। এবার অয়ন শীলের ছেলে অভিষেক ও সুজয়কৃষ্ণের জামাইকে তলব করা হল।
জানা যাচ্ছে, পিএমএলএ আদালতের পক্ষ থেকে অয়ন শীলের ছেলেকে তলব করা হয়েছে আগামী ১৯ তারিখ। অন্যদিকে, কালীঘাটের কাকুর জামাইকে তলব করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা। সূত্রের খবর, এই দু’জনের নামেই বিপুল পরিমাণে হিসাববহির্ভূত সম্পত্তির খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। নিয়োগ দুর্নীতির কালো টাকাই কি বিভিন্ন ভুয়ো কোম্পানির নামে সাদা করা হয়েছিল! সেই সমস্ত তথ্যই জেরা করে জানতে চাইছেন তদন্তকারীরা।