Sambad Samakal

Sekh Hasina Mamata: ফের আম দৌত্য! মমতাকে কোন বিশেষ আম উপহার হাসিনার?

Jun 12, 2023 @ 8:25 pm
Sekh Hasina Mamata: ফের আম দৌত্য! মমতাকে কোন বিশেষ আম উপহার হাসিনার?

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্ক বরাবরই অত্যন্ত মধুর। সোমবার মমতার জন্য বাংলাদেশ থেকে বিশেষ আম উপহার পাঠালেন হাসিনা।

জানা যাচ্ছে, এদিন যশোর-বেনাপোল সীমান্ত হয়ে কলকাতায় পৌঁছয় আম। ২০০ কিলোর ২৪০টি প্যাকেটে করে বাংলার মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ জাতের আম উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

প্রায় প্রতিবছরই মমতার জন্য বাংলাদেশের অত্যন্ত উৎকৃষ্ট মানের হাঁড়িভাঙা আম উপহার পাঠান হাসিনা। এবছরও তার অন্যথা হলনা। কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের পক্ষ থেকে ভারতীয় প্রতিনিধিদের কাছে সেই উপহার পৌঁছে দেওয়া হবে।

Related Articles