আগামী ২১ জুন তিন দিনের জন্য আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রীকে নৈশভোজের জন্য হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আর সেই সফরে মোদিকে স্বাগত জানাতে রাজকীয় অভ্যর্থনার ব্যবস্থা করতে চলেছেন বাইডেন!
জানা যাচ্ছে, মোদিকে স্বাগত জানাতে মোট ২১টি তোপ দাগা হবে হোয়াইট হাউসে। এছাড়াও মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনেও যোগ দেবেন মোদি। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, মোদির এই সফর দু’দেশের কুটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। তাই কোনও বিষয়েই খামতি রাখতে চাইছেনা মার্কিন প্রশাসন।