রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ে একতরফা ভাবে উপাচার্যদের নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার সেই ‘অবৈধ’ উপাচার্যদের বেতন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার!
জানা যাচ্ছে, ইতিমধ্যেই ১১টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের চিঠি পাঠিয়েছে উচ্চশিক্ষা দফতর। বলা হয়েছে, যেহেতু উপাচার্যদের নিয়োগ বৈধ পদ্ধতি মেনে হয়নি, তাই তাঁদের বেতন, ভাতা দেবেনা রাজ্য সরকার। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, রাজ্যের এই সিদ্ধান্তের ফলে আগামী দিনে আরও তীব্র হতো চলেছে রাজ্য-রাজ্যপাল সংঘাত।