Sambad Samakal

Abhishek: বিরোধীদের মনোনয়নে বাধা দেয়ননি তৃণমূল, পরিসংখ্যান তুলে ধরে কী দাবি অভিষেকের?

Jun 14, 2023 @ 6:48 pm
Abhishek: বিরোধীদের মনোনয়নে বাধা দেয়ননি তৃণমূল, পরিসংখ্যান তুলে ধরে কী দাবি অভিষেকের?

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব ঘিরে জেলায় জেলায় অশান্তির ছবি ধরা পড়ছে কয়েক দিন ধরেই। অধিকাংশ ক্ষেত্রেই শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের তীর। এই পরিস্থিতিতে পরিসংখ্যান তুলে ধরে বিরোধীদের সমস্ত অভিযোগকে নস্যাৎ করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জনসংযোগ যাত্রা নিয়ে এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনায় রয়েছেন অভিষেক। ক্যানিং ও ভাঙড়ের হিংসাত্মক ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, “বিরোধীরা’তো ভালোই মনোনয়ন জমা দিয়েছে। ৮০ হাজার আসনে ওরা মনোনয়ন দিয়েছে, আর তৃণমূল দিয়েছে ১০ হাজার। এই পরিসংখ্যান দেখলেই’তো প্রমাণ হয়ে যাচ্ছে! বাধার অভিযোগ উঠছে কীভাবে?”

প্রসঙ্গত, এদিন সকাল থেকেই মনোনয়নকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং ও ভাঙড়। আগামীকাল বৃহস্পতিবারই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।

Related Articles