ভোররাতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড বৌবাজারে। জানা যাচ্ছে, বুধবার ভোর ৪টে নাগাদ আচমকাই আগুনের লেলিহান শিখা দেখতে পান এলাকার বাসিন্দারা। ১১ নম্বর প্রেমচাঁদ বড়াল স্ট্রিটে প্রথমে আগুন লাগে। ওই বাড়িটিতে থাকা কারখানায় সোনার গয়না রঙ করার কাজ হত বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
প্রচুর পরিমাণে সোনার গয়না ও দাহ্য বস্তু মজুত থাকায় পুড়ে ছাই হয়ে যায় কারখানাটি। আগুনের লেলিহান শিখায় আশেপাশের ৩টি বসত বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় সকালে আগুন নিয়ন্ত্রণে আসে।