ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতা বিমানবন্দরে! এই মুহূর্তে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে। যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয়েছে। অগ্নিকাণ্ডের জেরে বিপর্যস্ত বিমান চলাচল। ফলে চরম ভোগান্তির শিকার যাত্রীরা।
জানা যাচ্ছে, এদিন রাত ৯.২০ নাগাদ আচমকাই আগুনের লেলিহান শিখা দেখতে পান বিমানবন্দরের কর্মীরা। প্রবেশ পথের কছে সিকিউরিটি চেকিংয়ের স্থানে শর্ট-সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দমকলের বাহিনী এখনও আগুন নেভানোর চেষ্টা জারি রেখেছে।