Sambad Samakal

Nawsad Siddique: ভাঙড়ে অশান্তির নালিশ জানাতে নবান্নে নওশাদ! কথা হল মুখ্যমন্ত্রীর সঙ্গে?

Jun 14, 2023 @ 5:18 pm
Nawsad Siddique: ভাঙড়ে অশান্তির নালিশ জানাতে নবান্নে নওশাদ! কথা হল মুখ্যমন্ত্রীর সঙ্গে?

পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমাকে কেন্দ্র করে লাগাতার উত্তপ্ত হয়ে রয়েছে ভাঙড়। আইএসএফ ও তৃণমূলের কর্মীদের মধ্যে বুধবারও সংঘর্ষ হয়েছে। এই পরিস্থিতিতে আচমকাই এদিন দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পৌঁছে যান ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।

যদিও বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে নবান্ন থেকে বেরিয়ে আসেন নওশাদ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকায় তাঁর সঙ্গে দেখা হয়নি। ভাঙড়ের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে অবহিত করতেই তিনি এসেছিলেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পুলিশমন্ত্রী ও রাজ্যের অভিভাবক। ভাঙড়ের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার স্বার্থে প্রয়োজনে তিনি আবার নবান্নে আসবেন বলে জানিয়েছেন নওশাদ।

Related Articles