Sambad Samakal

Odissi Dance: পদাবলী কীর্তনের সঙ্গে মিশে গেল ওড়িশির ছন্দ! ফের নতুন চমক দেবমিত্রার

Jun 16, 2023 @ 10:51 am
Odissi Dance: পদাবলী কীর্তনের সঙ্গে মিশে গেল ওড়িশির ছন্দ! ফের নতুন চমক দেবমিত্রার

বাংলার চিরাচরিত পদাবলী কীর্তনের সঙ্গে মিশে গেল ওড়িশির ছন্দ! শহর কলকাতায় ফের নতুন চমক দিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওড়িশি নৃত্যশিল্পী দেবমিত্রা সেনগুপ্ত।

গত মঙ্গলবার রবীন্দ্র সদনে ‘ময়ূর ললিত ডান্স অ্যাকাডেমি’র বার্ষিক অনুষ্ঠানের মঞ্চে উপস্থাপিত হল দেবমিত্রার পরিচলনায় ‘বাল্যলীলা’। অপূর্ব আলোক ও মঞ্চসজ্জায় মা যশোধা’র ভূমিকায় ছিলেন দেবমিত্রা নিজে। নৃত্য সংস্থার মোট ১৩০ জন শিল্পী ‘বাল্যলীলা’য় অংশ নিয়েছিল। ননী চুরি ও গোষ্ঠ পর্যায়ে ৮০ জন খুদে শিল্পীর অপূর্ব নৃত্য মাতিয়ে দেয় উপস্থিত দর্শকদের।

এদিনের অনুষ্ঠানের বিশেষ চমক ছিল পদ্মশ্রী অরুণা মোহান্তির পরিচালনায় নৃত্যনাট্য ‘গীতামাহাত্ম্যম’। বর্তমান সময়ে গীতায় বর্ণিত বিভিন্ন নীতির প্রাসঙ্গিকতা তুলে ধরা হয় ওড়িশি নাচের মাধ্যমে। ভুবনেশ্বর থেকে আগত ‘ওড়িশা ডান্স অ্যাকাডেমি’র মোট ১৫ জন শিল্পী। এছাড়াও গুরু কেলুচরণ মহাপাত্রের রচনা ‘দূর্গাস্তুতি’ ও কৃষ্ণবন্দনা ‘মুকুন্দা মুকুন্দা’ পরিবেশন করেন ময়ূরললিত ডান্স অ্যাকাডেমির ছাত্র-ছাত্রীরা।

Related Articles