বিক্ষোভের মুখে শেষমেশ সিদ্ধান্ত বদল করল তৃণমূল। পূর্বমেদিনীপুর জেলা পরিষদে শেখ সুফিয়ানকে প্রার্থী ঘোষণা করেও প্রত্যাহার করতে হল সেই প্রার্থী পদ। বদলে শামসুল ইসলামকে জেলা পরিষদের প্রার্থী করা হয়েছে। বুধবার মাঝরাতে দলের তরফে এই সিদ্ধান্ত বদল করা হয়।
জেলা পরিষদের বর্তমান সহ সভধিপতি শেখ সুফিয়ান। তিনি গত বিধানসভা ভোটে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য নির্বাচনী এজেন্টও ছিলেন। সেই সুফিয়ানকে ঘিরেই এবার বিতর্ক। জানা গিয়েছে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রায় ভোটাভুটিতে সুফিয়ানের চেয়ে অনেক বেশি ভোটে এগিয়ে ছিলেন দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুল ইসলাম। কিন্তু এরপরেও সুফিয়ানকে জেলা পরিষদের প্রার্থীপদ দেয় তৃণমূল। আর তারপরেই বুধবার বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ। বুধবার দলীয় অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন কুণাল ঘোষ। কিন্তু তিনিও বিক্ষোভের মুখে পড়েন। রাত পর্যন্ত এলাকার তৃণমূলকর্মীদের সঙ্গে কথা বলেন কুণাল। এরপর মাঝরাতে সিদ্ধান্ত বদল হয়। শেখ সুফিয়ানের পরিবর্তে শামসুল ইসলামকে প্রার্থী করার সিদ্ধান্ত ঘোষণা করে তৃণমূল।