দক্ষিণবঙ্গে ফের শুরু হয়েছে তাপপ্রবাহ। বিশেষ করে পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ তীব্র আকার নিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও তা মালদহতেই থমকে গেছে। ফলে দক্ষিণবঙ্গে আপাতত বর্ষা আসছে না।
তবে, হাওয়া অফিস জানিয়েছে, ১৮ থেকে ২১ জুনের মধ্যে ফের সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু। সে ক্ষেত্রে রবিবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। যদিও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে রবিবার পর্যন্ত। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় গুমোট গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।
বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বেশি। অন্যদিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় আগামী দুদিন কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।