Sambad Samakal

Kolkata HC: বসিরহাটে মনোনয়ন জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময়! কী নির্দেশ হাইকোর্টের?

Jun 16, 2023 @ 4:06 pm
Kolkata HC: বসিরহাটে মনোনয়ন জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময়! কী নির্দেশ হাইকোর্টের?

উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের চারটি ব্লকের প্রায় ৬০ জন প্রার্থী তৃণমূলের সন্ত্রাসের জেরে মনোনয়নপত্রই জমা দিতে পারেননি, এই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিল বিজেপি। আর সেই সমস্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

নিজের নির্দেশে বিচারপতি জানিয়েছেন, শুক্রবার বিকেল ৪টের মধ্যে যে সমস্ত প্রার্থীরা এসডিও অফিসে উপস্থিত হবেন, তাঁদের মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ দেবে প্রশাসন। বসিরহাটের সেই চারটি ব্লক হল সন্দেশখালি ১ ও ২, ন্যাজাট, মিনাখাঁ ও হাড়োয়া। দ্রুত এই নির্দেশের বিষয়ে বসির হাটের এসডিওর কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্যও নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

Related Articles