সফলভাবে ৬০ দিন ধরে তৃণমূলের নবজোয়ার যাত্রা শুক্রবার শেষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কাকদ্বীপে সেই সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চেই অভিষেকের এক অজানা তথ্য ফাঁস করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, ২ বছর বয়স থেকেই কেন, কীভাবে রাজনীতি করতে নামলেন দলের বর্তমান সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিন্দুকদের মুখে ঝামা ঘষে বুঝিয়ে দিলেন, অভিষেক হঠাৎ করেই রাজনীতিতে “উড়ে এসে জুড়ে বসেননি”, তাঁর রাজনীতি যোগের বীজ পোঁতা হয়ে গিয়েছিল সেই শৈশবেই।
এদিন মমতা বলেন, “যারা এখন অভিষেককে আক্রমণ করে বলে দিদি এসে ভাইপোকে এমপি করে দিয়েছে, তাদের এটা জেনে রাখা উচিত ও ২ বছর বয়স থেকে রাজনীতি করে। সালটা ১৯৯০, আমি সিপিএমের হাতে মার খেয়েছি, আমার মাথা ফেটে গেছে। অভিষেকের তখন ২ বছর বয়স। আমার মা আমায় জিজ্ঞেস করছিল কী হয়েছে, কেমন আছি। ওই দিন আমার মায়ের কোলে বসে ও সব শুনেছিল। তারপর থেকে একটা ঝাণ্ডা নিয়ে ও একা একা বাড়িতে মিছিল করত আর বলত, দিদিকে মারলে কেন সিপিএম জবাব দাও! সেই থেকে ওর রাজনীতির শুরু। তারপরে অনেক লড়ে আজ ও এই জায়গায় এসেছে।”
এদিন মঞ্চে অভিষেকের হাতে ১৯৯০ সালের একটি ছবিও উপহার হিসেবে তুলে দেন মমতা। যেখানে মাথায় ব্যান্ডেজ করা অবস্থায় বসে রয়েছেন তৎকালীন রাজ্যের বিরোধী নেত্রী। আর তাঁর সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের কোলে বসে রয়েছেন অভিষেক।