উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে অশান্তি যেন কিছুতেই থামছেনা। জাতিদাঙ্গার জেরে লাগাতার বাড়ছে উত্তেজনা। শুক্রবার সকালে আচমকাই হামলা চলল কেন্দ্রীয় মন্ত্রী আরকে রঞ্জন সিং-এর বাড়িতে। আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হল গোটা বাড়ি।
তবে ঘটনার সময়ে বাড়িতে ছিলেননা কেন্দ্রীয় মন্ত্রী। পশ্চিম ইম্ফলের বাসিন্দা কেন্দ্রীয় মন্ত্রী রঞ্জন সিং ভারতীয় বিদেশ মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। তিনি নিজে মেইতেই সম্প্রদায়ের মানুষ। তাই এই হামলার ঘটনায় অভিযোগের তীর যুযুধান কুকি সম্প্রদায়ের দিকে। ইতিমধ্যেই গোটা এলাকার দখল নিয়েছে সেনা ও পুলিশবাহিনী।