পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়। বৃহস্পতিবার মৃত্যু হয়েছে দু’জনের। এই ঘটনায় এবার রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা।।
জানা যাচ্ছে, শুক্রবার আইএসএফের পক্ষ থেকে ভাঙড়ের পরিস্থিতি সম্পর্কে বিচারপতি মান্থার দৃষ্টিআকর্ষণ করা হয়। অভিযোগ করা হয়, হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও তাদের প্রার্থীরা মনোনয়ন পেশ করতে পারেনি। বসিরহাট সম্পর্কে প্রায় একই ধরনের অভিযোগ তুলেছে বিজেপিও। এরপরেই রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়। আগামী মঙ্গলবারের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে।