Sambad Samakal

Moloy Ghatak: কয়লা পাচার কাণ্ডে দিল্লিতে হাজিরা দিচ্ছেন আইনমন্ত্রী মলয় ঘটক?

Jun 19, 2023 @ 11:05 am
Moloy Ghatak: কয়লা পাচার কাণ্ডে দিল্লিতে হাজিরা দিচ্ছেন আইনমন্ত্রী মলয় ঘটক?

কয়লা পাচার কাণ্ডে আজ ১৯ জুন, বাংলার আইনমন্ত্রী মলয় ঘটককে দিল্লির সদর দফতরে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে এদিন কি ইডির দফতরে হাজিরা দেবেন রাজ্যের আইনমন্ত্রী? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।

আইনমন্ত্রী মলয় ঘটকের পক্ষ থেকে অবশ্য এই হাজিরার বিষয়ে স্পষ্ট করে কোনও তথ্য জানানো হয়নি। এমনকী তাঁর ঘনিষ্ঠ বৃত্তেও হাজিরার বিষয়ে কিছু জানাননি বলে খবর। প্রসঙ্গত, এর আগেও একাধিকবার কয়লা পাচার কাণ্ডে মলয় ঘটককে দিল্লিতে তলব করা হয়েছিল। প্রতিবারই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি।

Related Articles