পুরনিয়োগ দুর্নীতি কাণ্ডে কয়েক মাস আগেই রাজ্যের ১৪টি পুরসভায় হানা দিয়েছিল সিবিআই। আর তারমধ্যে অন্তত ৫টি পুরসভা থেকে নিয়োগ সংক্রান্ত কোনও নথিই পাওয়া যায়নি বলে খবর।
সিবিআই সূত্রে খবর, পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে জোরকদমে তদন্ত চলছে। ওই ৫টি পুরসভার আধিকারিকরা জানিয়েছেন, নিয়োগ সংক্রান্ত কোনও তথ্যই তাদের কাছে নেই। তাই নোটিশ পাঠিয়ে সেই সমস্ত তথ্য তলব করতে চলেছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা।