পঞ্চায়েতে মনোনয়নকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। প্রাণ ঝড়েছে তৃণমূল ও আইএসএফ কর্মীদের। সোমবারই নিজের নিরাপত্তার দাবিতে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। আর তারপরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি করলেন তিনি।
এদিন নওশাদ বলেন, “আমি ভাঙড়ে বিধায়ক হিসেবে সমস্ত মানুষের নিরাপত্তা চাই। সব রাজনৈতিক দলের কর্মীরাই যাতে সুরক্ষিত সেটাই আমার লক্ষ্য। এক জন মানুষেরও যাতে রক্তপাত না হয় সেটা আমাদের দেখতে হবে। আমি সমাজ বদলের জন্য রাজনীতি করতে এসেছি, এসব হানাহানির জন্য নয়।”
এরসঙ্গেই নওশাদ বলেন, “মুখ্যমন্ত্রী যদি চান, তাহলে দলের সকলের সঙ্গে কথা বলে, বুঝিয়ে প্রার্থী তুলে নিতে পারি। ভাঙড়ের মানুষের শান্তির জন্য আমি এই পদক্ষেপ নিতে পারি। ভাঙড়ের নাম অশান্তির শিরোনামে তুলে ধরতে চাইনা।”