Sambad Samakal

Recruitment Scam: কুন্তলের চিঠি কাণ্ডে খতিয়ে দেখা হবে জেলের সিসিটিভি ফুটেজ! কী নির্দেশ হাইকোর্টের?

Jun 19, 2023 @ 6:34 pm
Recruitment Scam: কুন্তলের চিঠি কাণ্ডে খতিয়ে দেখা হবে জেলের সিসিটিভি ফুটেজ! কী নির্দেশ হাইকোর্টের?

নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলবন্দি কুন্তল ঘোষ কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে জোর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর অভিযোগ তুলে চিঠি দিয়েছিলেন। আর সেই ঘটনায় ইতিমধ্যেই পৃথকভাবে তদন্তভার হাতে নিয়েছে সিবিআই। এবার তদন্তকারীদের জেলের সিসিটিভি ফুটেজ হস্তান্তরের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

সোমবার সিবিআইয়ের পক্ষ থেকে জেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে চেয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টিআকর্ষণ করা হয়। এরপরে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, আগামী চার দিনের মধ্যে জেলের সিসিটিভি ফুটেজের একটি কপি তদন্তকারীদের দিতে হবে। ডেটা ট্রান্সফারের সময়ে উপস্থিত থাকবেন হাইকোর্টের টেকনিক্যাল টিমের সদস্যরা। পরে সেই ফুটেজ সংরক্ষিত হবে হাইকোর্টের রেজিস্ট্রিতেও।

Related Articles