রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী! মঙ্গলবার কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্যের স্পেশ্যাল লিভ পিটিশন খারিজ করে দিল সুপ্রিমকোর্ট।
এদিন সুপ্রিমকোর্ট জানিয়ে দিল, পঞ্চায়েত নির্বাচনে গোটা পশ্চিমবঙ্গেই মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী। কলকাতা হাইকোর্টের রায়ের ওপর কোনও ধরনের হস্তক্ষেপ করবে না সুপ্রিমকোর্ট।
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই পঞ্চায়েত নির্বাচন করতে হবে। যাকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের দারস্থ হয়েছিল রাজ্য ও কমিশন। এদিন সেই মামলাতেই রায় দিল সুপ্রিমকোর্ট।