Sambad Samakal

Rath Yatra: ইস্কনের রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী, ভিড় ভক্তদের

Jun 20, 2023 @ 5:41 pm
Rath Yatra: ইস্কনের রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী, ভিড় ভক্তদের

শহর কলকাতার অন্যতম ঐতিহ্যশালী ইস্কনের রথযাত্রার সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে মিন্টোপার্কের ইস্কন মন্দিরে উপস্থিত হন মমতা। নিজের হাতে জগন্নাথ, বলরাম, সুভদ্রার আরতি করেন। রীতি মেনে রথের রশি’তে টান দেন।

বিকেলে পথে বেরোয় ইস্কনের রথ। এই রথযাত্রায় সামিল হওয়ার জন্য ভিড় জমান হাজার হাজার ভক্ত। এদিন ইস্কনের রথযাত্রা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দিঘায় তৈরি হতে চলা বিশাল জগন্নাথ মন্দিরেও আগামী কয়েক বছরের মধ্যেই বিশাল রথযাত্রার সূচনা করা হবে। এরসঙ্গেই রাজ্যজুড়ে সমস্ত মানুষের কাছে শান্তি-শৃঙ্খলা বজায় রাখারও আবেদন জানান মুখ্যমন্ত্রী।

Related Articles