Sambad Samakal

Panchayet Election: পঞ্চায়েত ভোটেও সিবিআই তদন্ত! বেনজির নির্দেশ হাইকোর্টের

Jun 21, 2023 @ 6:02 pm
Panchayet Election: পঞ্চায়েত ভোটেও সিবিআই তদন্ত! বেনজির নির্দেশ হাইকোর্টের

রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমাকে কেন্দ্র কটে একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। তারমধ্যে একটি মামলায় বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট! আইনজ্ঞ মহলের একাংশের মতে, পঞ্চায়েত নির্বাচনে সিবিআই তদন্ত, এক কথায় কার্যত বেনজির।

জানা যাচ্ছে, হাওড়ার উলুবেড়িয়া ১ ব্লকের বহিরা ও ধূলিসামলি গ্রাম পঞ্চায়েতের দুই সিপিএম প্রার্থী কাশ্মীরা বিবি ও অনুজা বিবি, মনোনয়নপত্র বিকৃতির অভিযোগে মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টে। অভিযোগ, মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ে বিডিও চেকলিস্টে জাতিগত শংসাপত্রের কোনও উল্লেখ করেননি। যার ফলে বাতিল হয়ে যায় মনোনয়নপত্র। বিডিওর কাছে এবিষয়ে লিখিত অভিযোগ জানাতে গেলে তিনি কোনও অভিযোগ গ্রহণও করেননি।

সওয়াল-জবাব শোনার পরে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, যেহেতু রাজ্য সরকারি অফিসারের বিরুদ্ধে অভিযোগ, তাই সিবিআই এই বিষয়ে তদন্ত করবে। খতিয়ে দেখবে ইচ্ছাকৃতভাবে মনোনয়নপত্র বিকৃত করা হয়েছে কিনা। আগামী ৭ জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দেবে হাইকোর্টে।

Related Articles