পঞ্চায়েত নির্বাচনের আগেই অভিমানী বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী! বুধবার সকালে ফেসবুক পোস্টে নিজের দু’টি দলীয় পদ ছাড়ার ঘোষণা করলেন তিনি।
বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী জানিয়েছেন, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও হুগলি জেলা নির্বাচন কমিটির পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি। যদিও এখনই বিধায়ক থেকে সরে দাঁড়াচ্ছেননা তিনি। প্রাক্তন চাকরির পেনশন পাওয়া শুরু হলেই বিধায়ক পদও তিনি ছেড়ে দেবেন বলে জানিয়েছেন।
ফেসবুকে মনোরঞ্জন লিখেছেন, “এতদিনে বুঝতে পেরেছি এই রাজনীতি আমার মতো মানুষের জন্য নয়।” প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনে টাকার বিনিময়ে দলীয় প্রার্থীপদ বিলির অভিযোগ উঠেছিল বলাগড়ের বিধায়কের বিরুদ্ধে। খোদ তৃণমূলের ব্লক সভাপতিই এমন অভিযোগ তুলেছিলেন।