কয়লা পাচার কাণ্ডে ফের হাজিরা এড়ালেন বাংলার আইনমন্ত্রী মলয় ঘটক! বুধবার দিল্লিতে ইডির সদর দফতরে তাঁকে হাজিরা দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। এদিন পাল্টা চিঠি লিখে ইডির তদন্তকারীদের হাজিরা না দেওয়ার কথা জানিয়ে দিলেন মলয় ঘটক।
নিজের চিঠিতে মলয় ঘটক জানিয়েছেন, বর্তমানে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের কাজে তিনি ব্যস্ত রয়েঢ়েন। তাই হাজিরা দেওয়া সম্ভব হচ্ছেনা। নির্বাচনের পরে যেন তাঁকে সময় দেওয়া হয়। পাল্টা ইডি সূত্রে খবর, ১৫ দিন আগে মলয় ঘটকের সঙ্গে কথা বলেই হাজিরার দিন নির্ধারণ করা হয়েছিল। সেই সময়ে নিজের অসুবিধার বিষয়ে কোনও কিছু জানাননি তিনি।