প্রার্থনার লাইনেই শুরু হয় অস্বাভাবিক ঘাম। অসুস্থ বোধ করতে থাকে এক ছাত্রী। তারপর প্রার্থনা চলাকালীনই আচমকাই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বৃহস্পতিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার এক নামী ইংরাজি মাধ্যম স্কুলে।
ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টের যেতেই এই মৃত্যু বলে মনে করছেন চিকিৎসকরা।
