প্রথমে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করাতে অস্বীকার করলেও অবশেষে চাপের মুখে সুর বদল রাজ্য নির্বাচন কমিশনের। বৃহস্পতিবার কেন্দ্রের কাছে ৮০০ কোম্পানি বাহিনী চাইল কমিশন।
হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করেও ফল মেলেনি। সুপ্রিম কোর্টও স্পষ্টই জানিয়ে দিয়েছে, বাংলায় পঞ্চায়েত ভোট করাতে হবে কেন্দ্রীয় বাহিনী দিয়েই। যদিও তারপরেও মাত্র ২২ কোম্পানি বাহিনী চেয়েছিল কমিশন। কিন্তু আদালতে পরপর ধাক্কা খেয়ে শেষমেষ ২২ কোম্পানি বদলে গেল ৮০০ কোম্পানিতে! পঞ্চায়েত ভোটের জন্য ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি পাঠাল রাজ্য নির্বাচন কমিশন।