পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল ক্যানিং ১ নম্বর ব্লক। এবার সেই ঘটনায় কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। হিংসার ঘটনা নিয়ে রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।
ক্যানিং ১ নম্বর ব্লকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে, এই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিলেন বিরোধীরা। কে বা কারা হিংসার ঘটনার সঙ্গে যুক্ত? এই ঘটনায় কী পদক্ষেপ নিয়েছে প্রশাসন? হলফনামার আকারে সেই রিপোর্টই জমা দেওয়ারই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।