কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে পঞ্চায়েত ভোটের জন্য ৮০০ কোম্পানিরও বেশি বাহিনী চেয়ে কেন্দ্রকে চিঠি দেয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। এবার জানা যাচ্ছে, পঞ্চায়েত ভোটের জন্য আপাতত ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানোর প্রক্রিয়া শুরু করল স্বরাষ্ট্রমন্ত্রক। ইতিমধ্যেই এই বিষয়ে জারি হয়েছে বিজ্ঞপ্তি। এর আগেই ২২ কোম্পানি বাহিনী পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল। ফলে সবমিলিয়ে মোট ৩৩৭ কোম্পানি বাহিনী আসছে রাজ্যে।
সংবাদসংস্থা সূত্রে খবর, রাজ্যে আসছে সিআরপিএফের ৫০ কোম্পানি ও বিএসএফের ৬০ কোম্পানি বাহিনী। এছাড়াও ২০ কোম্পানি আইটিবিপি, ২০ কোম্পানি এসএসবি, ২০ কোম্পানি আরপিএফ সহ বিভিন্ন রাজ্য থেকে ১১৫ কোম্পানি সেন্ট্রাল আর্মড পুলিশ পাঠানো হচ্ছে বাংলার পঞ্চায়েত নির্বাচনের জন্য।