বৃহস্পতিবার ভর সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনেই গুলি করে খুন করা হয়েছে পুরুলিয়ার আদ্রার তৃণমূলের টাউন সভাপতি ধনঞ্জয় চৌবেকে। আর এই ঘটনায় শুক্রবার গ্রেফতার করা হল কংগ্রেস প্রার্থী আরশাদ হোসেন সহ দু’জনে। পুলিশ সূত্রে খবর, এফআইআরে ওই কংগ্রেস প্রার্থীর নাম ছিল।
এদিন সকাল থেকেই থমথমে আদ্রা এলাকা। স্টেশন রোড সহ একাধিক এলাকায় পথ অবরোধ করে প্রতিবাদে সামিল হন তৃণমূল কর্মীরা। কার্যত অঘোষিত বনধের চেহারা নিয়েছে আদ্রা। পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ড থেকে বাইক চুরি করে এনে হামলা চালিয়েছিল দুষ্কৃতিরা।