Sambad Samakal

Panchayet Election: বোমা বাঁধতে গিয়ে হাতেনাতে গ্রেফতার বাম-কংগ্রেস জোট প্রার্থী!

Jun 24, 2023 @ 11:30 am
Panchayet Election: বোমা বাঁধতে গিয়ে হাতেনাতে গ্রেফতার বাম-কংগ্রেস জোট প্রার্থী!

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে জেলায় জেলায় বোমা-গুলি উদ্ধার হচ্ছে লাগাতার। এই পরিস্থিতিতে বোমা বাঁধতে গিয়ে পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়লেন বাম-কংগ্রেস জোট প্রার্থী! শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের মাড়গ্রাম থানার হাসন কেন্দ্রের ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনাস্থল থেকে জোট প্রার্থী সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কয়েকটি তাজা বোমা সহ উদ্ধার হয়েছে বোমা তৈরির প্রচুর মশলা।

গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, শুক্রবার গভীর রাতে মাড়গ্রাম থানার পুলিশ বাহির গ্রামে হানা দেয়। একটি বাড়ির ছাদ থেকে গ্রেপ্তার করা হয় বাম-কংগ্রেসের জোটপ্রার্থী ওয়াসিক শেখ ওরফে চমৎকার শেখ সহ পাঁচজনকে। ধৃতরা সকলেই এলাকায় সক্রিয় কংগ্রেস কর্মী বলে পরিচিত। যদিও বাম-কংগ্রেসের দাবি নির্বাচনে পরাজয়ের ভয়ে ফাঁসানো হয়েছে তাদের প্রার্থীকে।

Related Articles