পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত গ্রাম বাংলার বিভিন্ন জেলা। কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন। ইতিমধ্যেই জেলায় জেলায় পৌঁছতে শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শুরু হয়েছে রুট মার্চ ও এলাকা চিনে নেওয়ার কাজ। রাজ্য পুলিশের তত্ত্বাবধানেই গ্রামে গ্রামে পৌঁছচ্ছে কেন্দ্রীয় বাহিনী।
শনিবার সকাল থেকেই হুগলি জেলার আরামবাগ, পুরশুড়া, গোঘাট, খানাকুলে রুট মার্চে নামে কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের বিভিন্ন গ্রামে গ্রামে যায় কেন্দ্রীয় বাহিনী। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে নির্ভয়ে ভোট দেওয়ার কথা বলেন বাহিনীর সদস্যরা। এছাড়াও, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়িতে এখন থেকেই পথে নেমেছে কেন্দ্রীয় বাহিনী।