রাজ্যে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ফুটছে গ্রাম বাংলা। এই পরিস্থিতিতে রবিবার বিকেলে ফের রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
জানা যাচ্ছে, পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারকে একাধিক প্রশ্ন করতে পারেন রাজ্যপাল। প্রসঙ্গত, গত শনিবার রাজীব সিনহাকে রাজভবনের তরফে তলব করা হলেও ব্যস্ততার কারণ দেখিয়ে উপস্থিত হননি তিনি। তারপরেই ক্ষুব্ধ রাজ্যপাল কমিশনারের জয়েনিং রিপোর্ট প্রত্যাখ্যান করেন। এখন দেখার রবিবার আদৌ রাজভবনে রাজ্যপালের মুখোমুখি হন কিনা কমিশনার রাজীব সিনহা।