Sambad Samakal

Panchayet Election: কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কমিশন-নিউ দিল্লি সংঘাত! পাল্টা চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের

Jun 26, 2023 @ 11:47 am
Panchayet Election: কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কমিশন-নিউ দিল্লি সংঘাত! পাল্টা চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রকের সংঘাত আরও তীব্র হল! জানা যাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনকে একটি চিঠি দেওয়া হয়েছে। সেখানে জানতে চাওয়া হয়েছে, ৩১৫ কোম্পানি বাহিনী কোথায় কোথায় কীভাবে মোতায়েন করা হচ্ছে?

প্রসঙ্গত, ৩১৫ কোম্পানি বাহিনী মঞ্জুর করার পরে আরও ৪৮৫ কোম্পানি বাহিনী চেয়ে কেন্দ্রকে পরপর দু’টি চিঠি দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। সেই চিঠিরই এবার পাল্টা চিঠি দিল নয়া দিল্লি। জানা যাচ্ছে, বিএসএফের আইজি ও সিআইএসএফের ডেপুটি কমান্ডারের সঙ্গে দফায় দফায় আলোচনা হলেও এখনও বাহিনী মেতায়েন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন।

Related Articles