মঙ্গলবার বিকেলে ডোমকলে রোড শো রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর তার আগেই সোমবার সন্ধ্যেয় উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ডোমকল। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪ জন তৃণমূল কর্মী।
জানা যাচ্ছে, ডোমকলের ধুলাউড়ি এলাকায় জনসভ চলছিল সিপিএমের। অভিযোগ, সেই সময়ে জনসভায় যোগ দিতে আসা বেশ কয়েকজনের ওপরে আক্রান্ত চালায় শাসক দলের সমর্থকরা। সেই সময়েই কার্যত সংঘর্ষ বেঁধে যায় দু’দলের মধ্যে। মুড়িমুড়কির মত বোমা ও গুলি চলে বলে অভিযোগ। তাণ্ডব চালানো হয় গোটা এলাকায়।
ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বিশাল পুলিশবাহিনী। এখনও উত্তপ্ত রয়েছে গোটা এলাকা। বহরমপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীদের।